প্রাথমিক চিকিৎসা ও হোম নার্সিং এর প্রশিক্ষণের ব্যবস্থা করে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হলো স্বনির্ভর মহিলা গোষ্ঠীর উন্নয়নের জন্য।

0
226

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—- প্রাথমিক চিকিৎসা ও হোম নার্সিং এর প্রশিক্ষণের ব্যবস্থা করে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হলো স্বনির্ভর মহিলা গোষ্ঠীর উন্নয়নের জন্য। মালদা জেলা সমবায় ইউনিয়নের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় এই প্রশিক্ষণের ব্যাবস্থা হয়। আইহো সমবায় কৃষি উন্নয়ন সমিতির কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মালদা সমবায় উন্নয়ন মুখ্য নির্বাহী আধিকারিক রুপম তালুকদার, সমবায় উন্নয়নের জনসংযোগ আধিকারিক বিকাশ মন্ডল, হবিবপুরের সমবায় পরিদর্শক সুমন মল্লিক। এছাড়াও ছিলেন, সমবায় উন্নয়নের রাজ্য কমিটির সদস্য ও রতুয়ার বিধায়ক সমর মুখার্জি। এদিন আনুষ্ঠানিক ভাবে প্রশিক্ষণের সূচনা হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।এ বিষয়ে সমবায় কৃষি উন্নয়ন সমিতির আধিকারিক জানান আমরা মালদা জেলাতে এই প্রথম মহিলাদের সাবলম্বী করতে জেলার হোম নার্সিং প্রশিক্ষণের শুভ সূচনা হলো।বিশেষ করে মালদা জেলার হবিবপুর ব্লকে এই প্রথম চালু করা হচ্ছে এ পরিষেবা বা প্রশিক্ষণ আজ উপস্থিত ছিল ১৫ থেকে ২০ জন মহিলা। যদি ঠিকঠাক হয় আগামী দিন জেলার বিভিন্ন ব্লকে এই প্রশিক্ষণ চালু করা হবে এ প্রশিক্ষণের মাধ্যমে মানুষের প্রাথমিক চিকিৎসা ঘরে বসেই করতে পারে।এই প্রশিক্ষণ ঠিকঠাক হলে আগামীতে মালদা জেলা সহ বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে চালু করা হবে।যেমন হার্ট অ্যাটাক, জ্বর, সর্দি, কাশি সহ ইনজেকশন কিভাবে করতে হয় এই সেই এই সব প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী একমাস খাতা-কলমে এই প্রশিক্ষণ করা হবে সপ্তাহে তিন দিন বর্তমানে আইহো এলাকার বিভিন্ন প্রান্তের মহিলারা এসেছে এ প্রশিক্ষণ নিতে।