বর্ধমান পৌরসভার অন্তর্গত টোটোচালকদের দেওয়া হচ্ছে আইডেন্টিটি কার্ড ।

0
141

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- কিছুদিন আগেই বর্ধমান পৌরসভার অন্তর্গত টোটো চালকদের বর্ধমান পৌরসভার পক্ষ থেকে নীল এবং সবুজ রঙে করে দেওয়া হয় এবং তারপর আবার টোটো চালকদের রুট ভাগ করে বর্ধমান পৌরসভার পক্ষ থেকে QR code প্রদান করা হয়েছিল। সেই সমস্ত টোচালকদেরকে পয়লা জুন অর্থাৎ বৃহস্পতিবার বর্ধমান পৌরসভার পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এই আইডেন্টিটি কার্ড বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস তিনি টোটো চালকদের হাতে তুলে দেন। বিধায়ক খোকন দাস ক্যামেরার মুখোমুখি হয়ে জানান, আজ বর্ধমান পৌরসভার পক্ষ থেকে বর্ধমান শহরে যে সমস্ত টোটো চালকরা রয়েছেন তাদের আইডেন্টিটি কার্ড তুলে দেওয়া হচ্ছে। যদি কারুর এই আইডেন্টিটি কার্ড না থাকে তাহলে সে বর্ধমান শহরে টোটো চালাতে পারবে না সেই টোটোকে বর্ধমান পৌরসভার তরফ থেকে বাজেয়াপ্ত করা হবে। বর্ধমান শহরে প্রায় ৩৫০০ টোটো চালককে আজ আইডেন্টিটি কার্ড তুলে দেওয়া হবে।