নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —-যুবককে ফাঁসিতে ঝুলিয়ে মারার ৪৮ ঘন্টা কেটে গেলেও এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করেননি পুলিশ।অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন মৃতের পরিবার ও গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ১০ টা নাগাদ
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার গোলামোড় এলাকায়।রাস্তায় বাঁশের বেড়া দিয়ে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন এলাকার নারী,পুরুষ ও যুবকেরা।দুই ঘণ্টা ধরে চলে এই বিক্ষোভ।পথ অবরোধকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় গোলামোড় এলাকা।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী।অবরোধ তুলতে গেলে উত্তেজনা চরমে ওঠে।শুরু হয় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি।এমনকি পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়েন মৃতের পরিবার পরিজনেরা।মৃতের পরিবার ও এলাকাবাসীর অভিযোগ,পুলিস অভিযুক্তদের ধরতে গড়িমসি করছে।পুলিসের দাবি,দুর্ঘটনার দিনেই অভিযুক্ত প্রফুল্ল সাহাকে গ্রেফতার করা হয়েছে।বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।উল্লেখ্য,গত বুধবার বাড়ির সীমানা প্রাচীর ভাঙচুরে বাধা দিতে গিয়ে ভাইপো সুকুমার সাহা (১৮)ওরফে বিষ্ণুকে মেরে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠে কাকু প্রফুল্ল সাহা,কাকি দিপালী সাহা ও তাদের দুই ছেলে দীপঙ্কর সাহা ও প্রদীপ সাহার বিরুদ্ধে।তাদের নামে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ করেন মৃতের পরিবার।অভিযোগ দায়ের করার ৪৮ ঘন্টা কেটে গেলেও এখনো পর্যন্ত পুলিশ কোনো তদন্ত শুরু করেনি বলে অভিযোগ তুলেন।তাই অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান।মৃতের পরিবারের অভিযোগ,সুকুমার সাহাকে খুন করা হয়েছে। দোষীদের কঠোরতম শাস্তির দাবি তুলেছেন মৃতের পরিবার ও গ্রামবাসীরা।
হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।দুর্ঘটনার দিনেই অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে।আজ অভিযুক্তের এক আত্মীয়কে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।