২০২২ – ২৩ শিক্ষাবর্ষে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে সিসিআরটি প্রদত্ত জাতীয় ছাত্রবৃত্তিতে ভরতনাট্যম বিভাগে এই বছরের প্রাপক অদ্রিজা ঘোষ ।

0
195

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জলপাইগুড়ি হলিচাইলড বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী adrija ঘোষ। কেন্দ্রীয় সরকারের অধীনে জাতীয় ছাত্র বৃত্তি পাবার সুযোগ পেলো।এই খবরে খুশি adrija পরিবার। ছাত্র বৃত্তি পরম্পরা , শিল্পের প্রতি আনুগত্য , অধ্যাবসায় সর্বদাই ভারতীয় সংস্কৃতির প্রধান ভাব তথা মূল্যায়নের মান দণ্ড , ২০২২ – ২৩ শিক্ষাবর্ষে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে সিসিআরটি প্রদত্ত জাতীয় ছাত্রবৃত্তিতে ভরতনাট্যম বিভাগে এই বছরের প্রাপক অদ্রিজা ঘোষ । ভরতনাট্যম বিভাগের জাতীয় ছাত্রবৃত্তি লাভ করেছে সে। আদ্রিজার আগামী দিন আরও উজ্জ্বল হোক এবং আরও নৃত্যময় হোক এই কামনা করছে জলপাইগুড়ি বাসী।তার ইচ্ছা আগামী তে নাচের উপর ডক্টরেট করা। পাশাপাশি নাচের বিষয়ে আরও ভালো ভাবে জানা।adrija বলে পড়াশোনার সাথে নাচকেও গুরুত্ব দিয়েছে ।রোজ নাচের প্রশিক্ষণ নিয়েই তার এই সাফল্য।তাকে সব সময়ে তার মা,বাবা ও গুরুজী দারুন ভাবে এই জাতীয় ছাত্র বৃত্তি পেতে সাহায্য করেছে।