করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত সফিক কাজীর নিথর দেহ ফিরলো বাড়িতে।

0
165

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- করমন্ডল এক্সপ্রেস এর দুর্ঘটনায় পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দু নম্বর ব্লকের বড়শুলের কুমিরকোলা গ্রামের বাসিন্দা পঁচিশ বছরের মৃত শফিক কাজীর নিথর দেহ ফিরল তার বাড়িতে। বাড়িতে দেহ ফেরার সঙ্গে সঙ্গেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সমস্ত সদস্য। গতকাল রাত দুটোর সময় উড়িষ্যার বালেশ্বর থেকে তার নিথর দেহ এসে পৌঁছায় বাড়িতে।শফিক কাজীর সেই নিথর দেহকে কবরস্থ করা হয় সকালে। প্রসঙ্গত উল্লেখ্য গত ২রা জুন উড়িষ্যার বালেশ্বরে দুর্ঘটনার কবলে পড়ে শালিমার চেন্নাইকে গামী করমন্ডল এক্সপ্রেস। দেশলাইয়ের বাক্সের মত উল্টে পাল্টে যায় সমস্ত ট্রেনের বগি। শুরু হয় মৃত্যু মিছিল। চারিদিকে শুধু রক্তের চাপা দাগ। এই অভিশপ্ত ট্রেনের রাজমিস্ত্রি জোগাড়ের কাজ করতে যাচ্ছিলেন পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দু’নম্বর ব্লকের বড়শুল কুমির কোলার বাসিন্দা ২৫ বছরের যুবক শফিক কাজী। তার নিথর দেহ বাড়িতে ফেরার পরই খবর পেয়ে উপস্থিত হন বাড়িতে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, পঞ্চায়েত সমিতির সভাপতি অরুণ গোলদার, কর্মাধ্যক্ষ পরমেশ্বর কোনার, গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান রমেশ চন্দ্র সরকার, সদস্য কামরুল হাসান, প্রাক্তন উপপ্রধান গৌরাঙ্গ লাল বসু সহ এলাকার সাধারণ মানুষ জন।