জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসবকে সামনে রেখে মূল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হলো বালুরঘাটে।

0
324

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসবকে সামনে রেখে মূল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হলো বালুরঘাটে। এদিন বালুরঘাটের ডাকরা আত্রেয়ী নদীতিরে অবস্থিত হরিনাম প্রচার সংঘ আশ্রমে কর্মসূচির আয়োজন হয়। উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র, স্থানীয় কাউন্সিলর অনুশ্রী মহন্ত প্রমূখ। এদিন প্রায় কয়েকশ ভক্তবিন্দের উপস্থিতিতে মন্দির থেকে জগন্নাথ দেব, বলরাম দেব ও শুভদ্রা দেবীকে নিয়ে ঢাক ঢোল বাজিয়ে সুসজ্জিত নৌকায় আত্রেয়ী নদীতে নৌকা বিহারে করা হয়। জানাগেছে, স্নান যাত্রার পর রীতি অনুযায়ী ১৫ দিন বন্ধ থাকবে জগন্নাথ দেবের মন্দির, এরপরে মন্দির খুলে পালিত হবে রথযাত্রা উৎসব। কথিত আছে এই স্নান যাত্রার পরে ভগবানের জ্বর আসবে। এরপরে তিনি ১৫দিন ঘরে বন্ধ অবস্থায় থাকার পরে ভগবান সুস্থ হয়ে বের হবেন রথযাত্রায়। এইখানেও পুরীর সেই প্রথা মেনে রথযাত্রা অনুষ্ঠিত হবে।
***