টিকরহাট মৈত্রী সংঘের উদ্যোগে বিধায়ক খোকন দাসের অনুপ্রেরণায় স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন।

0
248

পূর্ব বর্ধমাণ, নিজস্ব সংবাদদাতা:- বর্ধমান শহরের একটি পরিচিত নাম টিকরহাট মৈত্রী সংঘ। বিভিন্ন সময় মানুষের পাশে থাকার পাশাপাশি সামাজিক কর্মসূচিতেও প্রতি এই সংঘ। সেই রকমই এক টিকরহাট এলাকার মানুষকে এক নতুন উপহার দিল এই সংঘ। আজ টিকরহাট মৈত্রী সংঘের রবীন্দ্র ও নজরুল জয়ন্তী পালন এবং ভারতের বীর সেনাপতি স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন করা হয়। এই মূর্তি উন্মোচন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। আজ সংস্কৃতিক অনুষ্ঠানে এলাকার ছোট ছোট ক্ষুদে শিল্পীরা তাদের প্রতিভা প্রকাশ করেন। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, ২৮ নাম্বার ওয়ার্ডের পৌর পিতা ইন্তেকাব আলম, বিশিষ্ট সমাজসেবী আব্দুল রব, বিশিষ্ট সমাজসেবী তন্ময় সিংহ রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিধায়ক খোকন দাস ক্যামেরার মুখোমুখি হয়ে বলেন, টিকোরহাট মৈত্রী সংঘের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আমি বলেছিলাম শুধুমাত্র স্বামীজি মূর্তি উন্মোচন করলে হবেনা পাশাপাশি পালন করতে হবে রবীন্দ্র ও নজরুল জয়ন্তী। যাতে এলাকায় যে সমস্ত এর প্রতিভাবান শিল্পী রয়েছেন তাদের প্রতিভা যাতে প্রকাশ পায়।