দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারদের পাশে গিয়ে দাড়ান জেলা বিজেপির সভাপতি স্বরুপ চৌধুরী।

0
114

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা : পরিবারের পেটের তাগিদে দক্ষিন দিনাজপুর জেলার গংগারামপুর থানার লালচন্দ্রপুর গ্রামের পাচ যুবক গত শুক্রবার অভিশপ্ত করমন্ডল এক্সপ্রেসে চেপে চেন্নাই রওনা হয়। দুর্ঘটনায় সুমন রায় (২২) নামে এক যুবকের মৃত্যুর পাশাপাশি ওই সুমন রায় নামে ই আরেকজন যুবক এখনও নিখোঁজ  বাকি তিনজন আহত হলেও তাদের খোঁজ মেলায় গ্রামে শোকের পাশাপাশি কিছুটা অস্বস্তিতে।গতকাল সেখবর জানাজানি হতেই আজ দুপুরে ওই গ্রামে শোকাহত পরিবার ও নিখোঁজ থাকা যুবকের পরিবার এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারদের পাশে গিয়ে দাড়ান জেলা বিজেপির সভাপতি স্বরুপ চৌধুরী। গ্রামের পরিবারগুলির পরিজনদের সাথে দেখা করার পর জেলা বিজেপির সভাপতি স্বরুপ চৌধুরী জানান রাজ্যে ও জেলায় কর্মসংস্থান না থাকায় বাধ্য হয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে এই দুর্ঘটনার স্বিকার হতে হল এই যুবকদের। পরিবারকে হারাতে হল তাদের প্রিয়জনকে। তিনি জানান আজ গ্রামে এসে এই শোকাহত পরিবারপরিজনদের স্বান্তনা ও সমবেদনা জানানোর পাশাপাশি তাদের দল এই পরিবারগুলির পাশে সব সময় থাকবে বলে আশ্বসস্ত করেছেন বলে তিনি জানান।

এদিকে এই শোকাহত গ্রামে গিয়ে দেখা গেল। গ্রামের লোকজন ওই সব পরিবারগুলির সব কিছু দেখভাল করতে এগিয়ে এসেছে।
দুই সুমন রায়ের বাড়িতে এখনও ফোপানো চাপা কান্নার শব্দ ভেসে আসছে। বাড়ির বাইরে দাড়ালে তা শোনা যাচ্ছে।

মৃত সুমন রায়ের কাকা অহিন রায় জানান এখানে তো একমাত্র কৃষিকাজ ছাড়া তেমন কোন কাজ নেই, তাই পরিবার চালাতে সুমন গ্রামের আর ৪ যুবকের সাথে শুক্রবার দুপুরের করমন্ডল এক্সপ্রেসে করে চেন্নাই যাচ্ছিল। ওরা বৃহষ্পতিবার বাড়ি থেকে বেড়িয়েছিল, তখনও কেউ জানতো না ও আর ফিরবে না। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ওদের সংগে থাকা মনোজ নামে এক যুবক ফোন করে এই দুর্ঘটনার খবর জানিয়ে সুমনের মৃত্যুর খবর জানায়।

অন্যদিকে নিখোজ সুমনের ভাই জানান ৪৮ ঘন্টা পার হয়ে গেলেও তার দাদার কোন খোজ খবর মেলেনি। স্থানিও থানা থেকে পুলিশ এসেছিল শুধু বলছে খোজ চলছে, খোজ পএলেই জানিয়ে দেওয়া হবে। বাড়িতে তিন ভাই এর মধ্যে সুমন ছিল বড়। তাই কাজের টানে অন্যদের সাথে ভিন রাজ্য চেন্নাইতে পাড়ি জমাতে বাধ্য হয়ে ছিল সে।

অপরদিকে মৃত সুমনের দেহ আজ গ্রামে আসার কথা থাকলে, সুমনের পরিবারের লোকজন যে গাড়িতে দেহ আনতে গেছে তাদের কিছু ক্ষেত্রে রাস্তায় অসুবিধে হওয়ায় দেহ নিয়ে তারা রোনা হতে পারেনি বলে জায়ানা গেছে।
বাইট জেট কুমার রায়
স্বরুপ চৌধুরী বিজেপি জেলা সভাপতি
অরিন্দ্র রায় কাকা