কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: উড়িষ্যার বালেশ্বরে রেল দুর্ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ দাবি মন্ত্রী উদয়ন গুহের। এদিন কোচবিহারে রবীন্দ্র ভবনে দলীয় কর্মসূচীতে অংশ নেন মন্ত্রী। সেখানে বালেশ্বরের ট্রেন দুর্ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন, চূড়ান্ত গাফিলতির জন্য দুটি ট্রেন একটি লাইনে উঠে যায়। এর আগে গাইশালে এই ধরনের দুর্ঘটনা হয়েছিল। এরপর এই ধরনের ঘটনা আবারও হলো এটা। চূড়ান্ত গাফিলতির কারণে এটা হয়েছে। অবিলম্বে প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীর পদত্যাগ করা উচিত। আসলে কি হবে, যে প্রধানমন্ত্রী সেনা মৃত্যুর আবেগকে কাজে লাগিয়ে ক্ষমতায় আসে, তাদের কাছে এর চাইতে বেশি আশা করা যায় না।
উল্লেখ্য, শুক্রবার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার এখনও পর্যন্ত মৃত্যু হয় প্রায় ২৯১ জন। আরও মৃত্যু সংখ্যা বাড়তে পারে। এই অবস্থায় দাড়িয়ে এখন পর্যন্ত পশ্চিমবঙ্গের ৬২ জন। আহত ৫৪৪। জানা গেছে, তিনটি ট্রেনের ২৫টি বগি লাইনচ্যুত। সিগন্যাল বিভ্রাটে দুর্ঘটনা, দাবি রেলের। দোষীদের রেয়াত করা হবে না, কড়া বার্তা মোদির। গভীর রাতে ঘটনাস্থলে থেকে উদ্ধারকাজ তদারকি রেলমন্ত্রীর। তিন দশকের সব থেকে ভয়াবহ রেল দুর্ঘটনা। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা প্রধানমন্ত্রী-রেলমন্ত্রীর। কার গাফিলতিতে বিপর্যয়? পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এদিন ওই গাফিলতির অভিযোগ তুলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ দাবি জানান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।