বাঁকুড়া, আব্দুল হাই:- সিআরপি এর জোয়ান নিখিল ধারা চাকরির স্থলে পৌঁছানোর জন্য করমন্ডল এক্সপ্রেসে উঠেছিলেন, করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে এবং শত শত মানুষ এর মৃত্যু হয় এবং আহতদের সংখ্যা কয়েক হাজার সঙ্গে আছে নিখোঁজের দীর্ঘ তালিকা আর সেই নিখোঁজের তালিকাতে আছেন সিআরপির জোয়ান নিখিল ধারার নাম,।
নিখিল ধাড়ার বাড়ি বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের কুশমুড়ি গ্রামে, বাবা পাগল ধারা।
গ্ৰামের এক বাসিন্দা বলেন,যে ইন্দাস পুলিশ প্রশাসনের কথামতো বালেশ্বরে পৌঁছায় গ্রামের একটি প্রতিনিধি দল কিন্তু সমস্ত হসপিটালে ঘুরেও নিখিল ধাড়ার দর্শন পাইনি।, নিখোঁজ নিখিল ধাড়ার সন্ধানে গ্রামের প্রতিনিধি দল এবং প্রশাসনিক তরফ থেকে খোঁজ চলছে। উদ্বিগ্ন পরিবার, পরিজন ও প্রতিবেশীদের চোখমুখে আতঙ্ক এবং চাপা টেনশনের চোরা স্রোত বয়ে যাচ্ছে, যদিও বালেশ্বরে আছেন প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের প্রতিনিধি দল, এখনো মরিয়া ভাবে চেষ্টা চেষ্টা জারি আছে নিখোঁজ নিখিল ধাড়া কে খুঁজে বের করার।