মেদিনীপুর জেল হুমগগড়ের চাঁদাবিলা নিত্যানন্দ আশ্রমে, শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠানের মাধ্যমে এই বছর রথযাত্রার শুভ সূচনা হলো।

0
588

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রবিবার পশ্চিম মেদিনীপুর জেল হুমগগড়ের চাঁদাবিলা নিত্যানন্দ আশ্রমে, শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠানের মাধ্যমে এই বছর রথযাত্রার শুভ সূচনা হলো। এইদিন
হুমগড় শিলাবতী নদী থেকে
এলাকার মহিলারা হরিনাম সংকীর্তন ও বাদ্যযন্ত্র সহকারে
জল নিয়ে এসে স্নানযাত্রা অনুষ্ঠানটি সম্পূর্ণ করলেন,এই বিষয়ে
সভাপতি অংশুমান পন্ডা
ও সম্পাদক মুরলী মোহন দাস জানিয়েছেন প্রতি বছরের ন্যায় এই বছরও অনেক ধার্মিক অনুষ্ঠান আছে
এছাড়াও এই আশ্রমটি শুধুমাত্র ধার্মিক অনুষ্ঠানের সঙ্গেই যুক্ত তেমন কিন্তু নয়, বিভিন্ন রকমের সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন সারা বছর,পাশাপাশি তারা জানিয়েছেন
যে সময় করোনা মহামারী আকার নেই সারা বিশ্ব জুড়ে অনেক অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এলাকা স্যানিটাইজ করেছেন এছাড়াও প্রতিবছর বস্ত্র বিতরণ, বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করেন, এছাড়াও বৃক্ষরোপণ ও রক্তদান শিবির নানান কর্মকাণ্ড সঙ্গে ওনারা যুক্ত থাকেন,
আশ্রমটি প্রতিষ্ঠা হয় বাংলার সন ১৩৬৯ সালে,এই বছর ৬১ তম বছর পদার্পণ করেছে,তবে এই বছর ৯ তম বছরে রথযাত্রা পদার্পণ করলো,
এছাড়াও রথের পর খুব শীঘ্রই মন্দির নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন কমিটির তরফে,
আশ্রমের সম্পাদক মুরলী মোহন দাস জানিয়েছেন প্রতি বছরের মতো এই বছরও রথ কমিটির সম্পাদক ও সভাপতি শ্রী তুষার কান্তি পন্ডা মহাশয় ও কোষাধ্যক্ষ অচিন্ত্য সন্নিগ্রহী, রথ কমিটির সদস্য ও আশ্রমের সেবাই লালটু লোহার, আশ্রমের সেবাই তুলসী চক্রবর্তী, ও রথ কমিটির সদস্য সৌরভ দাস ধার্মিক অনুষ্ঠান গুলি ওনারা সাজিয়েছেন
এই রথযাত্রা নিয়ে এলাকার মানুষ সারা বছর অপেক্ষায় থাকেন এবং সম্পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, এলাকার একটি এই গৌরবময় রথযাত্রার ধার্মিক ও অনুষ্ঠান থেকে।