বীরভূম, নিজস্ব সংবাদদাতাঃ- বীরভূমের বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়ে গত ২৫ মে থেকে ৩রা জুন পর্যন্ত ১০ দিনের 50 Bengal Battalion NCC Camp শেষ হলো । শেষ দিন নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে এই প্রশিক্ষণ শেষ হয়েছে। জেলার ৭ টি কলেজ এবং ১৭ টি হাইস্কুলের ৪১০ জন ছাত্র-ছাত্রী এই আবাসিক প্রশিক্ষণে অংশ গ্রহণ করে। উল্লেখ্য, আগামী ২০২৪ এর প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে এইসব ছাত্র-ছাত্রীরা গান সেলুটে অংশ নেবেন। কমান্ডিং অফিসার কর্নেল রোহিত ঠাকুর, প্রশাসনিক আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল ডি.এস চৌহান, সুবেদার মেজর বিশাল ছেত্রী সহ ১৮ জন ইন্ডিয়ান আর্মির সৈনিকরা এইসব ছাত্র-ছাত্রীদের সুচি অনুযায়ী সকাল থেকে সন্ধ্যা অবধি বিভিন্ন প্রশিক্ষণ দেন। এই প্রশিক্ষণে ছাত্র- ছাত্রীদের পিটি, ড্রিল, ম্যাপ রিডিং, ফায়ার সেভটি, হাতিয়ার ট্রেনিং, রাইফেল ফায়ারিং থেকে শুরু করে ছবি আকাঁ সহ বিভিন্ন ক্রিয়াকলাপ শেখানোর প্রশিক্ষণ দেওয়া হয়। বিদ্যালয় অঙ্গনে অন্যতম আকর্ষণ রাইফেল ফায়ারিং প্র্যাকটিস । বিভিন্ন বিভাগে ছাত্র ছাত্রীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদের মধ্যে দলগত ভাবে কোন স্কুল ভাল parade করেছে, ভাল group leader, ভাল map reading, Drawing, cleaning, বিভিন্ন games & Sports এ best performance নির্ধারিত হয়। স্থানাধিকারী ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ পুরস্কার ও সার্টিফিকেট। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দাস জানান যে এই প্রশিক্ষণ প্রত্যেক শিক্ষার্থীদের ভবিষ্যত জীবনে আলাদা দেশের প্রতি ভালবাসা সৃষ্টি করবে এবং একজন সত্যিকারের সুনাগরীক হয়ে উঠবে।