করমন্ডল এক্সপ্রেস সাক্ষাৎ জমপুরী থেকে ফিরে এলো নদীয়ার তিন পরিযায়ী শ্রমিক।

0
139

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- করমন্ডল এক্সপ্রেস সাক্ষাৎ জমপুরী থেকে ফিরে এলো নদীয়ার তিন পরিযায়ী শ্রমিক। হার হিম করা দৃশ্য তাদের চোখের সামনে ঘটে। হঠাৎ বিকট শব্দ, মুহূর্তে অন্ধকার নেমে এলো চারিদিকে। আর্তনাদ কয়েকজন আহত ব্যক্তিকে উদ্ধার করার পর নদীয়ার তিন পরিযায়ী শ্রমিক পূজন সরদার (২২) ব্রজেন সরদার (৩৪) সম্রাট সরদার (২৭) এই তিনজন কোনভাবে রেলকামড়া থেকে বাইরে বেরিয়ে সোজা হাইরোড ধরে বাসে করে বাবুঘাটে আসে। এরপর ট্যাক্সি ধরে শিয়ালদা। তারপর ট্রেনে চেপে নদিয়ার রানাঘাট নেমে গাংনাপুরের সিদারপুর ওয়াসম আলী এলাকায় পৌঁছায়। দুর্ঘটনায় ক্ষত থাকায় রানাঘাট মহাকুমা হাসপাতালে এলে চিকিৎসকেরা ভর্তি নিয়ে নেয়। সরকারি তরফ থেকে এখনো পর্যন্ত কোন যোগাযোগ করা হয়নি এই রেল দুর্ঘটনা যাত্রীদের সঙ্গে। রাজ্যে কাজ নেই বাধ্য হয়ে যেতে হয় ভিন রাজ্যে। সেন্টারিং কাজ সহ নানানজন নানা রাজ্যে বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত। রাজ্যের কর্মসংস্থান থাকলে হয়তো এই ঘটনার মুখোমুখি হতেই হতো না আক্ষেপের সুরে এমনটাই জানান পরিযায়ী শ্রমিকরা।