উত্তর দিনাজপুর, রাধারানী হালদারঃ- আজ বিশ্ব পরিবেশ দিবস সেই উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ করা হলো পৌরসভা চত্বরে। এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি রামনিবাস সাহা উপ-পৌরপতি ঈশ্বর রজক সহ বিশিষ্ট জনেরা। বৃক্ষরোপণ করার পর এক সাক্ষাৎকারে পৌরপতি রামনিবাস সাহা বলেন যেভাবে পরিবেশ দূষণ দিনের পর দিন বেড়ে চলছে তাতে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই সময় সকলের উচিত গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করা। তিনি বলেন কালিয়াগঞ্জ পৌরসভার উন্নয়ন করার ক্ষেত্রে বেশ কিছু গাছ কাটা হয়েছে ঠিকই কিন্তু তার পরিবর্তে অনেক গাছ লাগানো হয়েছে এবং আগামী দিনে আরো গাছ লাগানো হবে। যেদিন ওর প্রতি বলেন গাছ লাগানো প্রতিটি নাগরিকের অধিকার এবং কর্তব্য সেই কর্তব্য থেকে নাগরিকরা যাতে পিছিয়ে না আসে সেজন্য তিনি সকলকে অনুরোধ করেন।