নদীয়া শান্তিপুরে চাঞ্চল্যকর ঘটনা, ভাই খুন হওয়ার তিন দিনের মাথায় নদী থেকে উদ্ধার দাদার পচা গলা মৃতদেহ।

0
133

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়া শান্তিপুরে চাঞ্চল্যকর ঘটনা, ভাই খুন হওয়ার তিন দিনের মাথায় নদী থেকে উদ্ধার দাদার পচা গলা মৃতদেহ। ঘটনায় হতবাক গোটা এলাকার মানুষ। সম্প্রতি গত কয়েকদিন আগে শান্তিপুর ১৭ নম্বর ওয়ার্ডের জলেশ্বর টিলিপাড়ায় প্রবীণ প্রামাণিক তার ভাই উত্তম প্রামানিক কে বাড়িতে ডেকে নিয়ে আসে কাজ দেবে বলে। সকাল হতেই দাদা প্রবীণের ঘর থেকে উদ্ধার হয় ভাই উত্তম প্রামাণিকের ক্ষতবিক্ষত মৃতদেহ। যদিও ঘরে তালা মেরে বেপাত্তা হয়ে যায় দাদা প্রবীণ, এরপর থেকেই প্রবীরের খোঁজে তল্লাশি শুরু করে শান্তিপুর থানার পুলিশ। রবিবার দুপুরে শান্তিপুর বড়বাজার ফেরিঘাটে কচুরিপানার মধ্যে একটি পচা গলা মৃতদেহ আটকে থাকতে দেখে স্থানীয়রা, পুলিশকে খবর দিলে নদী থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। যদিও প্রথমে মৃতদেহর নাম পরিচয় জানা গিয়েছিল না, পরবর্তীতে সনাক্তকরণ হয় ওই ব্যক্তি খুন হওয়া উত্তম প্রামাণিকের দাদা প্রবীণ প্রামাণিক। পরিবার খবর পেতেই ছুটে যায় শান্তিপুর থানায়, এরপর কান্নায় ভেঙে পড়ে। জানা যায় নদী থেকে উদ্ধার হওয়া প্রবীণ প্রামাণিকের পকেটে ছিল একটি ভোটার কার্ড, যা দেখে সনাক্তকরণ করে পরিবার। প্রবীণ প্রামাণিকের স্ত্রীর দাবি, বৃহস্পতিবারের ঘটনার পর থেকে তার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কিন্তু এইভাবে যে নদী থেকে তার স্বামীর পচা গলা মৃতদেহ উদ্ধার হবে তা কখনোই স্বপ্নে ভাবতে পারিনি তিনি। অন্যদিকে মাত্র তিন দিনের মধ্যেই একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় পরিবারসহ এলাকায় নেমে আসে শোকের ছায়া। তবে ভাই উত্তম প্রামানিক কে কে খুন করল আর তিন দিনের মাথায় দাদা প্রবীণ প্রামাণিকের নদী থেকে মৃতদেহ উদ্ধার নিয়ে বাড়ছে রহস্য। তবে দুটি ঘটনারই তদন্তে শান্তিপুর থানার পুলিশ।