বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ দূষণ করে নেড়া পুরানো হচ্ছে!!

0
236

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- বিশ্ব পরিবেশ দিবসে জমির নেড়া পড়া দূষণ বন্ধের বার্তা পরিবেশপ্রেমী সংগঠনের। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট নদীর পাড় গোবিন্দপুর এলাকায় লক্ষ করা যায় ক্ষেতের জমিতে নেড়া পড়ানো হচ্ছে , একদিকে আজ বিশ্ব পরিবেশ দিবস অন্য দিকে পরিবেশ কে নষ্ট করছে কিছু মানুষ।উল্লোখ জমির ধান কেটে নেওয়ার পর এই নেড়া পুড়িয়ে জমি পরিষ্কার করা হয়। এই নিয়ে সোমবার দিন স্বেচ্ছাসেবী এবং পরিবেশপ্রেমী বালুরঘাট কলেজের অধ্যক্ষ ডক্টর দুলাল বর্মন বলেন এর ফলে ক্ষতি হচ্ছে পাশাপাশি এতে কার্বন এমিশন হচ্ছে যা পরিবেশ কে আরো খতি করছে এবং পরিবেশ দূষণ হচ্ছে যা পছন্দ খতি করছে।
বাইট:ডক্টর দুলাল বর্মন (স্বেচ্ছাসেবী এবং পরিবেশপ্রেমী অধ্যক্ষ বালুরঘাট কলেজ)