নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রিলায়েন্স ফাউন্ডেশন এর উদ্যোগে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের সহযোগিতায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বিশ্ব পরিবেশ দিবসের দিন থেকে বৃক্ষ রোপন কর্মসূচি গ্রহণ করা হয় এবং বিভিন্ন জেলায় আজ থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এই বৃক্ষরোপণ করার উদ্দেশ্য সবুজায়ন, বিভিন্ন গঙ্গা ভাঙ্গন রোধ ও বিভিন্ন বিপর্যয়কে রোধ করার জন্য এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন দপ্তরের থেকে সাড়া পাওয়া গিয়েছে কৃষিবিজ্ঞান কেন্দ্র, জেলা/ব্লক বিপর্যয় ব্যবস্থাপন দপ্তর, পঞ্চায়েত, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও এলাকার মানুষজনের সহযোগিতায় এই বৃক্ষরোপণ কর্মসূচির কাজ এগিয়ে চলছে।
রিলায়েন্স ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয় পরিবেশের ভারসাম্য ঠিক রাখার জন্য গাছ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে লাগাবেন এবং তার পরিচর্যা করবেন।