কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। এই দিনটি সারা বিশ্বের সাথে সাথে কোচবিহার পৌরসভার পক্ষ থেকে এই বিশ্ব পরিবেশ দিবস পালিত করা হয়। এদিন কোচবিহার পৌরসভা সংলগ্ন এলাকার শহীদ ব্যাগ মুক্ত মঞ্চে ওই পরিবেশ দিবস পালন করা হয়। সেখানে পৌরসভার আধিকারিকরা ও চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বক্তব্য দিতে গিয়ে পরিবেশের ক্ষয়ক্ষতি ও কী ভাবে তা সংরক্ষণ করা সম্ভব, তা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি কোচবিহার শহরে তারা একটি নাগরিক সচেতনা মূলক মিছিল করেন বলে জানা গিয়েছে। পরে শহীদ ব্যাগ মুক্ত মঞ্চে নাগরিকদের সচেতন করতে প্লাস্টিক পণ্য বন্ধ করার লক্ষ্যে পৌর নাগরিকদের ৫০০টি চটের ব্যাগ দেওয়া হয় বলে জানা গেছে।
রবীন্দ্রনাথ ঘোষ বলেন আজ বিশ্ব পরিবেশ দিবস সারা বিশ্বের সাথে আমরা কুচবিহার পৌরসভা এই পরিবেশ দিবস পালন করলাম। এই পরিবেশ দিবসের দিনে নাগরিকদের বজ্র পদার্থ, নোংরা আবর্জনা,প্লাস্টিক ব্যবহার বন্ধ করা, জলাশয় ও ড্রেন বন্ধ না করা সহ বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়। তারা যেন নিজেদের এলাকার পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পারে সেই কথা মাথায় রেখে তাদেরকে বিভিন্ন রকমের গাছ দেওয়া হয়। তারা যেন সেই গাছ বাড়িতে লাগান ওই গাছ বড় হলে সেখান থেকে তারা ফল খেতে পারেন। পাশাপাশি পরিবেশ দিবস উপলক্ষে শহরের বিভিন্ন রাস্তায় নাগরিকদের সচেতন করতে একটি মিছিল বের করা হয় বলে জানান তিনি।