মৃত্যুপুরী থেকে বাড়ি ফিরল হরিশ্চন্দ্রপুরের পরিযায়ী শ্রমিক জয়দীপ গোস্বামী।

0
287

নিজস্ব সংবাদদাতা, মালদা:- মৃত্যুপুরী থেকে বাড়ি ফিরল হরিশ্চন্দ্রপুরের পরিযায়ী শ্রমিক জয়দীপ গোস্বামী।চেন্নাই থেকে কাজ করে যশবন্তপুর এক্সপ্রেসে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি।তারপরেই সবকিছুই এলোমেলো হয়ে গেল বালেশ্বরে।

করমণ্ডলের পাশাপাশি, ক্ষতির মুখে পড়ে যশবন্তপুর এক্সপ্রেসের দুটি কামরা। আহত হন সেই ট্রেনের বহু যাত্রী। তারমধ্যে ছিলেন হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডাঙীপুর গ্রামের জয়দীপ গোস্বামী।তিনিও জখম হয়েছেন।মাথায় ও হাতে পায়ে জখম হয়ে বাড়ি ফিরেছেন তিনি।বাড়ি ফিরার খবর পেয়ে,দেখতে যান রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেন।সঙ্গে ছিলেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেওদূত গজমের, যুবনেতা জিয়াউর রহমান, মরতুজ,আলম মাহী সহ অন্যান্য নেতৃবৃন্দ।পুলিশ প্রশাসনের তরফে প্রাথমিক ত্রাণ দেওয়া হয়।প্রতিমন্ত্রী তাজমুল হোসেন পাশে থাকার আশ্বাস দিয়েছেন।