কোচবিহার রাজাকে নিয়ে সুশীল মোদির কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে পথ আটকে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদ।

0
239

মনিরুল হক, কোচবিহার: – কোচবিহার সফরে এসে বিতর্ক তৈরি করে দিলেন বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী। খোদ কোচবিহারের মহারাজ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় সুর চড়াল তৃণমূল কংগ্রেস। জেলা তৃণণূলের দাবি, ক্ষমা চাইতে হবে সুশীল মোদীকে। নইলে কোচবিহারের সম্মান রক্ষায় বড়সড় আন্দোলন হবে। তার পর থেকে আজ কোচবিহার রাজবাড়ীর গেটের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল ছাত্র পরিষদ। এদিন ওই বিক্ষোভে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অনির্বাণ রায়, সায়নদ্বীপ গোস্বামী, রাকেশ চৌধুরী সহ আরও অনেকে।

জানা গেছে, গতকাল কোচবিহার রাজবাড়ি ঘুরে দেখেন সুশীল মোদী। দলের নেতারা তাঁকে সব কিছু ঘুরে দেখানোর পর বাইরে এসেই বেফাঁস মন্তব্য করে বসেন তিনি। সুশীল মোদী বলেন, রাজাদের আমলে রাজা মহারাজরা গরির মানুষের পয়সায় রাজবাড়ি তৈরি করতেন। প্রজাদের কাছ থেকে জোর করে কর আদায় করে নিজেদের চাকচিক্য বজায় রাখাতেন। বহু বিবাহ করে মদ মস্তি করা এবং রাজা মহারাজাদের কারণে বাঘ কমে গেছে বলে দাবি করেন সুশীল মোদী। তার এই মন্তব্যের জেরে গতকাল থেকে কোচবিহার জেলায় লাগাতার বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস। যা নিয়ে কিছুটা হলেও অস্বস্তিতে বিজেপি।

এ বিষয়ে জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অনিরুদ্ধ রায় বলেন, রাজার পরিবারের সদস্যদের যারা অপমান করে তাদের বিরুদ্ধে আমাদের এই বিক্ষোভ আন্দোলন। আমাদের দাবি, যারা কোচবিহারের ঐতিহ্য জানে না, কোচবিহারের সংস্কৃতি জানে না, যারা রাজ পরিবারের সদস্যদের তাদেরকে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে। এবং ওনার পাশাপাশি কোচবিহারের যে দুজন বিধায়ক ছিল তারা কিভাবে মন্তব্য কে সমর্থন করে। তাদের কাছেও আমাদের প্রশ্ন? তেরা কুচবিহারের মানুষকে সম্মান করতে জানে না কুচবিহারের জনজাতির কথা জানেনা তারা বাইরে থেকে এসে আমাদের রাজা রানী বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করবে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন।