বালুরঘাট পঞ্চায়েত সমেতির পক্ষ থেকে নোংরা আবর্জনা বহনকারী ২৫ টি ইকার্ট প্রদান করা হলো বালুরঘাট ব্লকের বিভিন্ন এলাকায়।

0
308

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা: বালুরঘাট পঞ্চায়েত সমেতির পক্ষ থেকে নোংরা আবর্জনা বহনকারী ২৫ টি ইকার্ট প্রদান করা হলো বালুরঘাট ব্লকের বিভিন্ন এলাকায়। দক্ষিন দিনাজপুর জেলা শাসকের উপস্থিতিতে এই ব্যাটারি চালিত গাড়িগুলি বালুরঘাট ব্লকের বিভিন্ন এলাকার নোংরা আবর্জনা সংগ্রহের কাজে প্রদান করা হয়।

বালুরঘাট ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের ৮টি অঞ্চলের নোংরা আবর্জনা বাড়ি থেকে বা বাজার গুলি থেকে সংগ্রহ করার লক্ষ্যে এই ব্যাটারি চালিত গাড়ি গুলি প্রদান করা হয় বালুরঘাট পঞ্চায়েত সমেতির পক্ষ থেকে। ১৩৪০০০ টাকা ব্যায়ে প্রতিটি গাড়ি নির্মান করা হয়। বিশেষ ভবে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করার লক্ষ্যে এই ব্যাটারি চালিত গাড়িগুলি প্রদান করা হয়।