হাড় হিম করা ঘটনা, নদীতে স্নান করার সময় এক কিশোরকে জলে আছাড় মারার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে।

0
247

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- হাড় হিম করা ঘটনা। নদীতে স্নান করার সময় এক কিশোরকে জলে আছাড় মারার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। তৎক্ষণাত্মক পরিবার নদীর জলে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচায় কিশোরকে। ঘটনাটি নদীয়ার শান্তিপুর ১৬ নম্বর ওয়ার্ডের শ্যামচাঁদ ঘাটের। জানা যায় শান্তিপুর ১৬ নম্বর ওয়ার্ডের বাঁশতলা এলাকায় গত একমাস আগে সুদূর বিহার থেকে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন রুপা গৌতম নামে এক মহিলা। সাথে নিয়ে এসেছিলেন তার সাত আট বছরের পুত্র সন্তানকে। অভিযোগ মঙ্গলবার বিকেলে শান্তিপুর শ্যামচাঁদ ঘাটে স্নান করতে যায় সকলে, সেই সময় এক ব্যক্তি মদ্যপ অবস্থায় স্নান করছিল। অভিযোগ হঠাৎ ওই কিশোরকে নদী থেকে তুলে আবার নদীতেই আছাড় মারে ওই মদ্যপ ব্যক্তি, সাথে সাথেই হাবুডুবু খায় কিশোর। ঘটনাটি ওই কিশোরের মাসির নজরে পড়লে তড়িঘড়ি নদীতে ঝাঁপ দিয়ে কোনরকমে ওই কিশোরকে প্রাণে বাঁচায়। অভিযোগ, এই হারহিম করা ঘটনার প্রতিবাদ করলে ওই মদ্যপ্য ব্যক্তির রোষে পড়তে হয় পরিবারের সকলকে। করে অকথ্য ভাষায় গালাগালি, এছাড়াও বিভিন্ন রকম ভাবে হুমকি দেয় তাদেরকে। এই ঘটনাকে কেন্দ্র করে কিশোরের পরিবার শান্তিপুর থানার দ্বারস্থ হয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে। তবে ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবারের সকলের চোখে মুখে এখনো রয়েছে আতঙ্কের ছাপ। যদিও এই ঘটনার অভিযোগের ভিত্তিতে তদন্তে শান্তিপুর থানার পুলিশ।