কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: – ২০১১ সালে এনবিএসটিসি’র আয় ছিল ৯ কোটি টাকা। সেই সময় কর্মীদের অভাব সেই রকম আয় বৃদ্ধি করা যায় নি NBSTC- র। কর্মীদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে লাগাতার আয় বৃদ্ধি উদ্যোগ নিয়েছে এনবিএসটিসি’র কার্যকর্তরা। যেখানে আগে আয় হতো ৯ কোটি টাকা এখন তা বেড়ে হয়েছে ১৭ কোটি টাকা। যা এখন পর্যন্ত সর্বকালীন রেকর্ড। এদিন কোচবিহার সাগর দীঘি সংলগ্ন এলাকায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অফিস গৃহে সাংবাদিক বৈঠক করেন চেয়ারম্যান পার্থ প্রতিম রায়।
জানা গেছে, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম গত মাসে, অর্থাৎ ২০২৩ সালের মে মাস ১৬ কোটি ৬৫ লাখ টাকা রেভিনিউ কালেকশন করেছে। নিগমের ৭৫ বছরের ইতিহাসে এই রেভিনিউ সর্বোচ্চ হয়েছে বলে জানান পার্থ বাবু। পাশাপাশি তিনি বলেন, NBSTC- র সকল ড্রাইভার ও কন্টাকটার সহ আধিকারিকদের নিষ্ঠা ও পরিশ্রমকেও কুর্নিশ জানিয়েছেন।
এদিন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় বলেন, অনেক প্রতিকূলতা আছে ও কর্মী সংকীর্ণতার মধ্য দিয়েই ড্রাইভার ও কন্টাকটারদের অক্লান্ত পরিশ্রমের ফল আমরা পাচ্ছি। আমি দায়িত্ব নেওয়ার পর দুই বছরে তিনটি বিষয়ে অনেক বার আমি আপনাদের বলেছি, এনবিএসটিসির ইতিহাসে সর্বোচ্চ রেভিনিউ কালেকশন করতে আমরা পেরেছি। প্রথমটা ছিল ২০২১-২২ সালের ডিসেম্বর মাসের ২১ তারিখ রেভিনিউ আমরা কালেকশন করেছি তাহলে ১৫ কোটি ৬৯ লক্ষ টাকা। দ্বিতীয়তঃ ২০২২-২৩ সালের জানুয়ারি মাসের ২৩ তারিখ পর্যন্ত আমরা ১৬ কোটি ৪ লক্ষ টাকা কালেকশন করেছি। ওটাকেও ছাড়িয়ে গিয়েছে ২০২৩ সালে মে মাসে কালেকশন। এবারে সমস্ত রকম কালেকশনকে ছাপিয়ে ১৬ কোটি ৬৫ লক্ষ টাকা রিভিনিউ কালেকশন করা হয়েছে এক মাসে। নানা সমস্যা হওয়া সত্ত্বেও আমাদের এমবিএসটিতে কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে আগের দুটি রিপোর্টকে পিছনে ফেলে ২০২৩ সালের মে মাসের আমরা ১৬ কোটি ৬৫ লক্ষ টাকা আয় করতে পেরেছি।