কালিয়াগঞ্জ শহরের হাসপাতাল পাড়ায় অবস্থিত একটি আইসক্রিম বিক্রেতার বিরুদ্ধে অভিযোগ উঠল ভেজাল আইসক্রিম বিক্রি করার।

0
212

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ-দিনের পর দিন তাপমাত্রা বেড়েই চলছে অস্বস্তির মধ্যে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ এই অবস্থায় দাঁড়িয়ে আইসক্রিম বিক্রেতাদের এই সময় শহরের অলিগলিতে দেখা যাচ্ছে ঘণ্টি বাজিয়ে আইসক্রিম বিক্রি করতে । অনেকে সেই আইসক্রিমের ঘণ্টি এগিয়ে গিয়ে আইসক্রিম বিক্রেতাদের কাছ থেকে একটু নিস্তার পাওয়ার জন্য চেয়ে নিচ্ছে কোন সময় কুলপি মালায় বরফ কখনো বা আবার আইসক্রিম। এবার কালিয়াগঞ্জ শহরের হাসপাতাল পাড়ায় অবস্থিত একটি আইসক্রিম বিক্রেতার বিরুদ্ধে অভিযোগ উঠল ভেজাল আইসক্রিম বিক্রি করার। পথ চলতি একজন মানুষ আজ যখন সেই বিক্রেতার কাছ থেকে আইসক্রিম নিয়ে মুখে দিতে নেয় সেই আইসক্রিম দেখা গেল কোনটা তিতা আবার কোনটা টক টক ভাব রয়েছে। এমন অবস্থায় ক্রেতা কে দেখা গেল সেই আইসক্রিম ফেরত দিয়ে দিতে। আর সেই নিয়ে শহরে শুরু হয়েছে গুঞ্জন তাহলে কি আইসক্রিম বিক্রেতারা খাবারের অন্তরালে অন্য কোন ভেজাল জিনিস মেশাচ্ছেন। কিন্তু প্রশ্ন থেকে গেল। এমনই এক ক্রেতা অঙ্কুর কুন্ডু বক্তব্যে বললেন তিনি এক আইসক্রিম বিক্রেতার কাছ থেকে আজ দুপুরে একটি আইসক্রিম যখন কিনে নিয়ে খাচ্ছিলেন তখন দেখেন সেই আইসক্রিম টি তে টক ভাব লক্ষ্য করা গেছে। আর তখনই তার সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গে তিনি আইসক্রিমটি ফেরত দিয়ে দেন বিক্রেতার কাছে। অঙ্কুর বাবু প্রশ্ন করেন তাহলে কি আইসক্রিম এর অন্তরালে কোনো ভেজাল ব্যাবসা হচ্ছে নাকি। তিনি সন্দেহ প্রকাশ করে বলেন আইসক্রিম টি টেস্ট টি করার জন্য কি মালিকপক্ষ ভেজাল কোন জিনিসের আশ্রয় নিয়েছেন। তাহলে এই আইসক্রিম টি এরকম হল কেন। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে আইসক্রিম বিক্রেতা এবং মালিক পক্ষ। আইসক্রিম যেখান থেকে তৈরি হয়েছে সেই কালিয়াগঞ্জ এর হাসপাতাল পাড়ায় অবস্থিত কারখানার মালিক অমল সাহা জানান,তারা পুরোপুরি সঠিক ভাবে আইসক্রিম টি তৈরি করেছে। এখানে কোন ভেজাল জিনিস মেশানো হয়নি।
তবে যাই হোক না কেন যেভাবে গরম পড়ছে আর আইসক্রিমের বিরুদ্ধে যখন ভেজালের অভিযোগ উঠছে এছাড়া আইসক্রিম বিক্রেতাদের দাপট যেভাবে বেড়ে গিয়েছে তাতে সাধারণ মানুষদের সতর্ক হয়ে এই সমস্ত আইসক্রিম গুলো খাওয়া উচিত বলে মনে করছেন বিশিষ্ট মানুষরা