কেন্দ্রীয় বাহিনী ছাড়া শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত নির্বাচন করা সম্ভব নয় মন্তব্য রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের।

0
300

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – বিজেপি কেন্দ্র সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় ব্লকে ব্লকে জনসম্পর্ক অভিযান চলছে । শুক্রবার সাঁকরাইল ব্লকের মাসিলা অঞ্চলে চার নম্বর মন্ডলের উদ্যোগে হল জনসভা। জনসভায় প্রধান বক্তা ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন হাওড়া জেলা সভাপতি মনিবহন ভট্টাচার্য সহ জেলার নেতৃত্ব এবং ব্লক স্তরের বিভিন্ন নেতৃত্ববৃন্দ ও প্রাপ্তন এমএলএ শীতল কুমার সর্দার। আজ শুক্রবার নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের দিন স্থির করলেন। আগামী ৮ই জুলাই একদিনে পঞ্চায়েত নির্বাচন হবে। শুক্রবার থেকে লাগু হচ্ছে নির্বাচন আচরণ বিধি। পঞ্চায়েত নির্বাচন একদিনে হওয়ায় সাংবাদিদের প্রশ্নের উত্তরে রাজ্য বিজেপি সভাপতি বললেন সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত নির্বাচন করতে গেলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য দরকার তা না হলে শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত নির্বাচন সম্ভব নয় । রাজ্যের সিভিক ভলেন্টিয়ার, হোম গার্ড এবং ভিলেজ পুলিশরা তৃণমূলের ক্যাডার, তাই এদের দিয়ে শান্তিপূর্ণভাবে ভোট হওয়া সম্ভব নয় এমনই মন্তব্য করলেন রাজ্য বিজেপি সভাপতি।