নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ছাত্র ছাত্রী দের স্টাইপেন ও ভালো জায়গায় প্লেসমেন্ট করে চাকরি দেয়া হবে ভর্তির সময় এই কথা বলা হয়েছিল।স্টাইপেন তো দূরের কথা আজ পযর্ন্ত প্লেসমেন্ট দেয়া হয় নি যাওবা দুএক জন কে প্লেসমেন্ট দেয়া হয়েছিল তাও মুখ চিনে এমনি অভিযোগ কারিগরি শিক্ষা দপ্তরের বিরুদ্ধে।ঘটনাটি ঘটে নদিয়া চাকদহ থানার শিমুরালি স্টেশন সংলগ্ন আহেলি মার্কেটে কারিগরি দপ্তর। দীর্ঘদিন এই ভাবে ঘুরতে থাকা ছাত্রছাত্রীরা বার বার প্রতিষ্টানেে সাথে কথা বলে কোন হয়নি।সেলস,হোটেল ম্যানেজমেন্ট সহ সেলাই মেশিনে কাজ শেখানো হয়। কোর্স শেষে তাদের শংশাপত্র ও বিভিন্ন বেসরকারি জায়গাই কাজ করে দেবে এমনি কথা বলা হয়। কাজের কাজ কিছু না হবার পর ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাতে থাকে। পরিবেশ উতপ্ত হয়ে ওঠে।ছাত্রছাত্রীদের পুলিশের ভয় দেখানো হয়। কারিগরি প্রতিষ্ঠানে ভাঙচূর করা হয় বলে অভিযোগ।এর পর চাকদহ থানার পুলিশ এসে অবস্থা নিয়ত্রনে আনে।
Home রাজ্য দক্ষিণ বাংলা ছাত্র ছাত্রী দের স্টাইপেন ও ভালো জায়গায় প্লেসমেন্ট করে চাকরি দেয়ার নাম...