“প্রয়োজন এক ফোঁটা জল” চাষের মাঠ শুকিয়ে কাট, ঝড়ের যাচ্ছে লঙ্কা, বেগুন, ভেন্ডির ফুল ও বোঁটা শুকিয়ে যাচ্ছে।

0
1752

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- প্রচন্ড গরম,তাপ মাত্রা উর্ধ্বমুখী,এলাকা শুনসান ঘর থেকে কেউ বের হতে পারছেনা এই দাবদাহে কারনে।একি অবস্থা চাষের মাঠে,চাষের মাঠ ফেটে চৌচির,লঙ্কা,ভেন্ডি,বেগুন গাছ জলের অভাবে শুকিয়ে যাচ্ছে,ঝড়ে যাচ্ছে ফুল ও বোঁটা।স‍্যালোর মাধ‍্যমে যাওবা জলের ব‍্যবস্থা করছে ক্ষণিকের মধ‍্য তা শুকিয়ে আগের অবস্থায় ফিরে আসছে।চাষি বা কৃষকেরা চেষ্টা করে চলেছে তাদের ফসল বাঁচাতে যে কোন উপায়ে। বৃষ্টির নাম গন্ধ নেই আবহওয়া দপ্তরের কাছে। উৎপাদন নেই ফলে সবজির বাজার আগুন।হাতে সেঁকা লাগার মতোন,পটল,ভেন্ডি,লঙ্কা সহ অন‍্যান‍্য সবজিতে দাম প্রতি কেজি আশি টাকার ওপরে। নদীয়ার বিভিন্ন জায়গায় জমিতে প্রচন্ড তাপে মাটি ফেঁটে চৌচির,স‍্যালোর জল দিয়েও ফসল বাঁচাতে পারছেন না বাবলু মন্ডল এক কৃষক,তিনি বলেন,যদি ওপরে জল না হয় কোন ফসল আর বাঁচাতে পারবো না।স‍্যালোর জল দিচ্ছি সাথে সাথে শুকিয়ে যাচ্ছে। ফসলে দাম আছে বাজারে, কিন্তু গাছ বাঁচানোই দায় হয়ে পড়েছে। কি করবো বুঝতে পারছি না।