নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা চলাকালীন বেড থেকে পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। ঘটনায় শোকের ছায়া পরিবারে। জানাজায় মৃত বৃদ্ধার নাম আরতি সরকার বাড়ি নদিয়ার শান্তিপুর ঘোড়ালিয়ার খাপড়া ডাঙ্গায়। বয়স আনুমানিক ৬৩ বছর। বৃদ্ধার ছেলের দাবি হঠাৎই তার মা বাড়িতে অসুস্থ হয়ে পড়ে এরপর তড়িঘড়ি নিয়ে যান শান্তিপুর হাসপাতালে সেখানে বৃদ্ধার প্রাথমিক চিকিৎসা শুরু হয়। পরবর্তীতে ওই বৃদ্ধা হঠাৎই বেড থেকে পড়ে যায়। ফেটে যায় গালের কিছুটা অংশ, তারপর থেকেই ওই বৃদ্ধার চিকিৎসা শুরু করে চিকিৎসকেরা। কিন্তু ভোররাতে হঠাৎই মৃত্যু হয় বৃদ্ধার। মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ এ ছাড়াও আজ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে। তবে চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়নি বলে দাবি করেন বৃদ্ধার ছেলে। কারণ ওই বৃদ্ধা অসুস্থ হওয়ার কারণে মাঝেমধ্যেই বাড়িতেও পড়ে যেতেন, জানা যায় ওই বৃদ্ধা যখন বেডে ছিল তখন পরিবারের তরফ থেকে কেউ পাশে ছিল না। আর কারণবশত ওই বৃদ্ধা বেড থেকে পড়ে যায়। তারপরে ঘটে এই ঘটনা।
Home রাজ্য দক্ষিণ বাংলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা চলাকালীন বেড থেকে পড়ে মৃত্যু হল এক...