১২ ঘণ্টার বনধের ডাক দেয়া হয়েছে সারা রাজ্যে, প্রভাব অন্যান্য জেলার সঙ্গে তাল মিলিয়ে উত্তর দিনাজপুর জেলাতেও ।

0
208

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ-ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন অফ ওয়েস্ট বেঙ্গল এর পক্ষ থেকে আজ ১২ ঘণ্টার ডাক দেয়া হয়েছে সারা রাজ্যে। প্রভাব অন্যান্য জেলার সঙ্গে তাল মিলিয়ে উত্তর দিনাজপুর জেলাতেও পড়ে।সকাল থেকে সকাল থেকে রাস্তায় তেমন ভাবে চলাচল করতে দেখা যায়নি বেসরকারি বাস এবং সরকারি বাসকে। দোকানপাট বন্ধ সর্বত্র। বিভিন্ন জায়গায় পিকেটিং করতে দেখা যায় আদিবাসীদের। এই বন্ধে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বিশাল পুলিশ বাহিনী রয়েছে বিভিন্ন জায়গায়। এখনো অবধি শান্তিপূর্ণভাবেই বন চলছে জেলায়।