পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- অ-আদিবাসী ক্ষত্রিয় কুড়মিদের অনৈতিকভাবে জোরপূর্বক ST তালিকায় অন্তর্ভুক্তি করনের ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং ক্ষত্রিয় কুড়মিদের দাঁড়া, আদিবাসীদের ইতিহাস বিকৃতির বিরুদ্ধে ও CRI রিপোর্ট পরিবর্তনের বিরুদ্ধে রাজ্যজুড়ে বৃহস্পতিবার ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছে ২২ টি আদিবাসী সংগঠন, তবে এই বন্ধের প্রভাব পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহল সহ গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোডে যথেষ্ট প্রভাব পড়েছে এই বনধের, এই দিন সকাল থেকেই বনধের সমর্থনে সকাল থেকেই পথে নেমেছে আদিবাসী সম্প্রদায়ের মানুষ, বন্ধ রয়েছে যান চলাচল,দোকান বাজার সব বন্ধ রয়েছে, তবে এক কথায় বলা যায় আদিবাসীদের ডাকা এই বনধের যথেষ্ট সারা পরেছে জঙ্গলমহল সহ বিভিন্ন এলাকায়।