নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রাস্তার পাশ থেকে এক যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারকৃত তীব্র চাঞ্চল্য। পুলিশের প্রাথমিক অনুমান ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে দুষ্কৃতীরা। ঘটনাটি নদীয়ার শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের গোবিন্দপুর মাছ বাজার সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে। মৃত যুবকের নাম সোমনাথ পাল বয়স ২৭ থেকে ২৮ বছর। বাড়ি শান্তিপুর বাবলা পঞ্চায়েতের কুণ্ডপাড়ায়। সূত্রের খবর এদিন সন্ধ্যায় ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে ওই যুবককে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা, খবর দেয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে যুবকের দেহ উদ্ধার করে নিয়ে আসে হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। তবে যুবকের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের কোপ রয়েছে, তাই পুলিশের প্রাথমিক অনুমান কুপিয়ে খুন করা হয়েছে ওই যুবককে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। ওই অঞ্চলের পঞ্চায়েত মেম্বার জানান, ছেলেটি খেলাধুলার সাথে যুক্ত ছিল, আর পেশায় আটা কলে কাজ করতো। কোনদিন কারোর সাথে শত্রুতা আমরা লক্ষ্য করিনি, কিন্তু এইভাবে তাকে যে নৃশংসভাবে খুন হতে হবে তা কখনোই স্বপ্ন ভাবতে পারিনি তারা। তবে কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল না বলেই জানান পঞ্চায়েত সদস্য। যদিও ঘটনার তদন্তে শান্তিপুর থানার পুলিশ।
Home রাজ্য দক্ষিণ বাংলা এক যুবকের ক্ষতবিক্ষত রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, পুলিশের প্রাথমিক অনুমান যুবককে...