পঞ্চায়েত ভোটের নমিনেশন জমা দেওয়ার সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের তরফে।

0
150

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে রাজ্য পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ। রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে ঘোষণা করা হয়েছে আট জুলাই হবে এক দফায় পঞ্চায়েত নির্বাচন। আজ থেকে শুরু হয়েছে নমিনেশন পর্ব। বর্ধমান এক নম্বর ব্লকের আজ নমিনেশন পর্বের বিভিন্ন পরিস্থিতি খতিয়ে দেখলে ডিএসপি ট্রাফিক দুই রাকেশ চৌধুরী। পুলিশ প্রশাসনের তরফ থেকে করা নজর রাখা হচ্ছে বর্ধমান এক নম্বর ব্লকে। সেই সমস্ত বিষয় ক্ষতি দেখতে উপস্থিত হয়েছিলেন ডিএসপি ট্রাফিক দুই রাকেশ চৌধুরী। তিনি কথা বলেন বর্ধমান এক নম্বর ব্লকের বিডিও অভিরূপ ভট্টাচার্যের সাথে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের বর্ধমান এক নম্বর ব্লকে এবং জানছেন কিভাবে নমিনেশন জমা দিতে হবে। বণ্ডল এক নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে আশা এক তৃণমূল কর্মী বলেন, আজ জানতে এসেছিলাম কিভাবে আমরা নমিনেশন জমা দিতে পারব। আগে কোনরকম নমিনেশন জমা দেওয়া হয়নি। শুধুমাত্র জানতে এসছিলাম।বর্ধমান সদর নর্থ মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস বলেন, আজ থেকে আমাদের নমিনেশন জমা শুরু হয়েছে আগামী ১৫ তারিখ পর্যন্ত চলবে । আমার সাব ডিভিশনের সাতটা ব্লকের পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের ব্লক অফিসে শুরু হয়েছে। সেখানে পুলিশ প্রশাসনের পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা রাখা হয়েছে প্রত্যেকটি নমিনেশন কেন্দ্রে। পাশাপাশি জেলা পরিষদ সিটের জন্য বর্ধমান সদর নর্থ নমিনেশন জমার ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটি জায়গায় আমাদের আধিকারিকরা উপস্থিত রয়েছেন।