কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- মুখ্যমন্ত্রীর চাকরির আশ্বাস পেয়ে ১৫১টি কে এল ও পরিবার মূলস্রোতে ফিরে আসেন। কিন্তু দুই বছর কেটে গেলেও তারা এখনও নিয়োগ পায় নি। সেই কারণে ওই পরিবার গুলো এখন অসহায়। এদিন দুপুরে কোচবিহার জেলা শাসকের কাছে স্মারকলিপি দিল কে এল ও লিঙ্কম্যানরা। ওই স্মারকলিপি জেলা শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে পাঠানো হয় বলে জানিয়েছে।
তাদের দাবি, আমরা ১৫১টি পরিবার কেএলও লিঙ্কম্যানে ছিলাম। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিতে তারা সেই কাজ ছেড়ে দিয়ে মূল স্রোতে ফিরে আসি। কিন্তু দুই বছর কেটে গেলেও কোন নিয়োগ পত্র আমরা পাই নি। সেই কারণে ১৫১টি কেএলও পরিবার খুব দুঃখে দিন কাটাচ্ছে। অবিলম্বে যেন আমাদের নিয়োগ পত্র দেওয়া হয় সেই ব্যাপারে জেলা শাসকের মাধ্যমে রাজ্যে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করা হয়।
এদিন এবিষয়ে মূলস্রোতে ফিরে আসা এক KLO নেতা জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন মূল স্রোতে ফিরে আসলে চাকরি দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর কথা মত আমরা মূল স্রোতে ফিরে আসি। কিন্তু দুই বছর কেটে গেলেও আমাদের এখনো চাকরি বা নিয়োগপত্র দেয়নি জেলা প্রশাসন। আমরা এই ১৫১ টি পরিবার খুব দুঃখে বা কষ্টে রয়েছি। অবিলম্বে আমাদের জাতীয় নিরাপত্তা দেওয়া হয় তা না হলে আমাদের আত্মহত্যা ছাড়া কোন বুদ্ধি নেই।