দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দুই বছর আগে স্বর্ণব্যবসায়ী খুনের ঘটনায় মূল অপরাধীর বিরুদ্ধে যাবজ্জীবন কারাবাসের সাজা ঘোষণা করলো আদালত। ২০২১ সালের ৯ জুলাই তারিখে হিলি থানার তিওর এলাকার স্বর্ণ ব্যবসায়ী প্রদীপ কর্মকার তাঁর দোকানের হালখাতা সেরে বাইক চালিয়ে সস্ত্রীক বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছে পৌঁছাতেই কয়েকজন দুষ্কৃতী পথ আটকে সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টায় তাঁকে লক্ষ্য করে গুলি চালালে গুলিবিদ্ধ হন তিনি। ঘটনায় আশপাশের লোকজন ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। প্রদীপ কর্মকারকে আশংকা জনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথেই মৃত্যু হয় তাঁর।
সেই ঘটনায় সেই ঘটনায় তদন্তে নেমে পুলিশ ৬ জনকে গ্রেফতারের পর আদালতে চার্জশিট পেশ করে। সেই মামলায় এডিজে স্পেশাল কোর্টের বিচারক অনন্ত কুমার সিংহ মহাপাত্র অভিযুক্তদের মধ্যে চারজনকে দোষী সাবাস্ত করেন। দোষীদের মধ্যে ঘটনায় মূল অভিযুক্ত শুভম কুমার নামের বিহারের এক দুষ্কৃতী রয়েছে। আজ বিচারক শুভম কুমারের বিরুদ্ধে যাবজ্জীবন। সুব্রত মালী প্রশান্ত সাহানীকে দশ বছর এবং দীপক দাসের বিরুদ্ধে ছয় বছরের সশ্রম কারাবাসের সাজা ঘোষণা করেন।