নমিনেশন তুলতে বাধা দেওয়া হচ্ছে দাবি বিরোধীদের, নমিনেশনে বাধা পেলে পুলিশ ও আমাদের নেতৃত্বকে জানাবেন ব্যাবস্থা করা হবে: উদয়ন গুহ।

0
198

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: ৮ই জুলাই পঞ্চায়েত নির্বাচন। তার পর ৯ই জুন থেকে নমিনেশন তোলার কাজ শুরু হয়ে গেছে। নমিনেশন তুলতে গিয়ে জেলার বিভিন্ন এলাকায় বিরোধী দলের প্রার্থীরা বাধা প্রাপ্ত হচ্ছে বলে অভিযোগ। সর্বদলীয় বৈঠকে এসে জেলা শাসক কে এমনই দাবি করেন বিরোধী দলগুলো। যদি ও এই দাবি একেবারে মিথ্যে বলে জানান তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বরা।

তৃণমূলের দাবি, যদি কোথাও এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই জেলা প্রশাসনকে জানাবেন। প্রয়োজনে পুলিশ প্রশাসন গিয়ে বিরোধী দলের প্রার্থীদের নিয়ে এসে নমিনেশন যাওয়ার জমা দেওয়ার ব্যবস্থা করবে। বিরোধীরা প্রার্থী দিতে না পারলে তার দায় তৃণমূল নিতে পারে না। রাজ্য নেতৃত্ব থেকে দলের নেতাকর্মীদের কাছে নির্দেশ এসেছে পঞ্চায়েত ভোট যাতে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে হয়। সর্বদলীয় বৈঠক থেকে বেরিয়ে এসে এ কথা জানালেন মন্ত্রী উদয়ন গুহ।

উল্লেখ্য গতকাল কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তে ৮ জন প্রার্থী নমিনেশন দাখিল করে। তার মধ্যে ৫ জন প্রার্থী কংগ্রেসের, ২জন তৃণমূলের, ১ নির্দল বলে জানা গেছে জেলা প্রশাসন সূত্র।