শান্তিপূর্ণ মনোনয়ন করে দেখাচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন।

0
173

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- পঞ্চায়েত নির্বাচনের নমিনেশন ঘিরে অগ্নিগর্ভ রাজ্যের বিভিন্ন প্রান্ত। সেখানে দাঁড়িয়ে শান্তিপূর্ণ মনোনয়ন করে দেখাচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। শাসক দলের বিরুদ্ধে কোন অভাব অভিযোগ নেই বিরোধীদের। নির্বিঘ্নে দ্বিতীয় দিনে পঞ্চায়েত ভোটে নমিনেশন জমা দিলো বিজেপি। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে বিডিও অফিসে নমিনেশন জমা দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে। সকাল থেকেই প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে। বিজেপির পক্ষ থেকে জানানো হয় নির্বিঘ্নেই নমিনেশন জমা করেছেন প্রার্থীরা।
***