প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : –২০১৯ সাল থেকে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি কাজ করে চলেছে নকল আদিবাসীদের চিহ্নিতকরণের কাজ। পশ্চিমবঙ্গে ST সম্প্রদায় ছয় শতাংশ চাকরি কিংবা বিভিন্ন ক্ষেত্রে সংরক্ষণ আছে। এই সংরক্ষণ কেন্দ্রীয় সুযোগ-সুবিধার ST দের জন্য ৭ শতাংশ করা আছে এমনটাই জানালেন সমিতির সম্পাদক বিভীষণ সরেন। এই আদিবাসী সমিতির মূল উদ্দেশ্য হলো পশ্চমবঙ্গে আদিবাসী কোটায় বেশ কিছু সুযোগ সন্ধানী ব্যক্তিরা অন্য সম্প্রদায় হওয়ার সত্বেও বিভিন্ন উপায়ে আদিবাসী সার্টিফিকেট আদায় করছেন যা সম্পূর্ণ অন্যায় বলে মনে করছেন। কেননা তাদের প্রজন্মরা লেখাপড়া শিখে সরকারি চাকরি জন্য আবেদন করলে দেখা যাচ্ছে যারা এই কোটায় আদও উপযুক্ত নয় তারা এই বিশেষ সুবিধা নিচ্ছে । তাই এই সংঘটন প্রকৃত আদিবাসীদের একত্রিত করে সরকারের দৃষ্টি আকর্ষনের অহরহ প্রচেষ্টা চালাচ্ছে । পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তারা সম্মেলন করছেন তেমনি রবিবার আন্দুল স্টেশন সংলগ্ন গীতা ভবনে হাওড়া জেলার শাখা সংগঠনের পক্ষ থেকে দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। হাওড়া জেলার সম্পাদক বিভীষণ সরেন জানান বর্তমান পশ্চিমবঙ্গে তারা নকল ৩০০ টির মত ST সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তিদের সরকারের নজরে এনে বাতিল করিয়েছেন এই ভাবে আরো কাজ করবেন বলে জানান। SC, OBC কাস্ট দের নিয়ে তাদের কোন আপত্তি নেই । অনৈতিকভাবে সরকারি আধিকারিকদের ভুল তথ্য দিয়ে ST সার্টিফিকেট আদায়ের ঘোর আপত্তি এবং বিরোধিতা করছেন তারা সঙ্গবদ্ধভাবে। তারা মনে করছেন তাদের ন্যায্য অধিকারে হস্তক্ষেপ করছে কিছু অসৎ উপায় অবলম্বনকারী ব্যক্তি। এই সংগঠনের পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি মতন চন্দ্র টুডু একই কথা বলেন। আগামী প্রজন্মের আদিবাসী সম্প্রদায়ের ব্যক্তিদের ন্যায্য দাবি যেন সুরক্ষিত থাকে তারই জন্য লড়াই করছে এই সংগঠন।
Home রাজ্য দক্ষিণ বাংলা নকল ST কাস্ট সার্টিফিকেটধারীদের রুখতে আন্দোলনে নামছে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যান সমিতি।