পঞ্চায়েত নির্বাচনের মুখেই নদীয়ায় বড় ধাক্কা শাসক শিবিরে, তৃণমূলের নির্বাচিত সদস্য সহ শতাধিক পরিবার তৃণমূল ছেড়ে যোগ দিল বিজেপিতে।

0
159

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পঞ্চায়েত নির্বাচনের মুখেই নদীয়ায় বড় ধাক্কা শাসক শিবিরে, তৃণমূলের নির্বাচিত সদস্য সহ শতাধিক পরিবার তৃণমূল ছেড়ে যোগ দিল বিজেপিতে।সম্প্রতি রাজ্য জুড়ে চলছিল বিভিন্ন নিয়োগ সহ দূর্নীতির খবর নিয়ে সরগম।
এমতাবস্থায় রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্ব হাতে পেয়েই রাজীব সিনহা রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করেছে।
যার ফলে সব ছেড়ে এখন শাসক বিরোধী সবাই নির্বাচন প্রক্রিয়া, মনোনয়ন দাখিল, ও প্রচারের রণকৌশল নিয়ে ব্যাস্ত।নদীয়াও তার ব্যাতিক্রম নয়, উল্লেখ নদীয়া সফরে যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিল সেদিনই ঘোষণা হয়েছিল নির্বাচনের তারিখ, ফলত তৃণমূল শিবিরে একটা বাড়তি উন্মাদনা লক্ষ্য করা গেছে,।নদীয়ার বিভিন্ন এলাকায় শাসক বিরোধী সকলেই কমবেশি মনোনয়ন জমাও করতে শুরু করেছে।
এমতাবস্থায় তৃণমূলে বড়সড় ভাঙ্গন ধরালো বিজেপি।
নবদ্বীপ ব্লকের মায়াপুর বামুনপুকুর ২ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইদ্রাকপুর গ্রামে (ZP 24) তৃণমূল ছেড়ে বিজেপিতে যোদ দিল তৃনমূলের জয়ী সদস্য সহ শতাধিক পরিবার।