কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর উত্তপ্ত দিনহাটা। শনিবার রাতে ওকরাবাড়ি কাউরায় বাজারে তৃণমূল কর্মীকে গুলি। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। ওই ঘটনার পর গুলিবিদ্ধ অবস্থায় তৃণমূল কর্মীকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থা গুরুতর হওয়ায় দিনহাটা মহকুমা হাসপাতাল থেকে কোচবিহারে স্থানান্তর করা হয়। ওই ঘটনার খবর পেয়ে ঘটনস্থলেই যায় দিনহাটা থানার পুলিশ। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অভিযোগ, ৬/২৫৩ নম্বর বুথে মনোনয়ন দেওয়া নিয়ে ওকরাবাড়ি কাউরায় বাজারে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে প্রথমে হাতাহাতি হয়। পরে তা সংঘর্ষের আকার নেয়। অভিযোগ,প্রথমে একজন সবজি ওয়ালাকে মারধর করে। পরে বাজারের পাশের বাড়ি লিপ্টন হক নামে এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালায় অপর এক তৃণমূল কর্মী। পরে সে মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করে ওই ঘটনার পর গুলিবিদ্ধ অবস্থায় তৃণমূল কর্মীকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থা গুরুতর হওয়ায় দিনহাটা মহকুমা হাসপাতাল থেকে কোচবিহারে স্থানান্তর করা হয়। ওই সংঘর্ষে জখম হয়
সাদ্দাম হোসেন (৩৪) নামে অপর এক যুবক। সে জখম অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে।
এদিন এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ জানিয়েছেন, এদিন দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। দুজনের চোট লেগেছে। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। যদিও গুলি চলার অভিযোগ অস্বীকার করে পুলিশ জানিয়েছে, তেমন কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি। অন্যদিকে,গোষ্ঠী কোন্দলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।