পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- গ্রীষ্মের এই প্রখর দাবদহে বিভিন্ন হসপিটালে দেখা দিচ্ছে রক্তের ঘাটতি। তৃণমূল কংগ্রেসের তরফে বিভিন্ন জায়গা করা হচ্ছে স্বেচ্ছায় রক্তদান শিবির। বর্ধমান শহরে ৩৫টি ওয়ার্ডই যুব তৃণমূল বা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হচ্ছে রক্তদান শিবির। সেই মর্মে আজ বর্ধমান শহরের পান্থশালায় বর্ধমান মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। সংৃত রক্ত ক্যামরি ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয় আজ এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি শিখা সেনগুপ্ত, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ,বর্ধমান শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আলপনা হালদার
Home রাজ্য দক্ষিণ বাংলা বর্ধমান শহর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য...