কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- গতকাল সন্ধ্যায় তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত হয়ে উঠেছিল ওকড়াবাড়ি। গুলিবিদ্ধ হয় লিপ্টন হক। এই এলাকায় পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী নিয়েই গুলি চলেছিল এমনটাই অভিযোগ লিপ্টন হকের পরিবারের যদিও সেই অভিযোগ অস্বীকার করেছিল পুলিশ প্রশাসন।
ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই সেই ওকড়াবাড়িতেই ভাঙ্গন ধরালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। রবিবার দুপুরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর হাত ধরে ৩০০টি সংখ্যালঘু পরিবার রবিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি যোগদান করল। এদিন ভেটাগুড়িতে নিজ বাসভবনে নবাগতদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দিলেন নিশীথ প্রামাণিক এবং তাদের জড়িয়ে ধরে অভ্যর্থনাও জানান। বারবার খবরের শিরোনাম থাকে দিনহাটা সিতাইয়ের বিস্তীর্ণ এলাকা। নির্বাচন ঘোষণার দ্বিতীয় দিনে চলেছিল গুলি এবার সেই এলাকা থেকেই ৩০০ টি পরিবার বিজেপিতে যোগদান করায় রীতিমতো ব্যাকফুটে শাসকদল।
প্রসঙ্গত উল্লেখযোগ্য গতকাল দিনহাটা ২ নম্বর ব্লকে বিজেপি গ্রাম পঞ্চায়েতে ১৬৫ এবং পঞ্চায়েত সমিতিতে ২৫ জন প্রার্থীর মনোনয়ন জমা করেছেন অপরপক্ষে এখনো কোচবিহার জেলায় তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করেনি এমত অবস্থায় রবিবারের এই দলবদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।