কালচিনিতে তৃণমূল কংগ্রেসের মধ‍্যে পঞ্চায়েতের প্রার্থী নিয়ে তৃণমূল কর্মীদের মধ‍্যে ক্ষোভ অব‍্যাহত।

0
311

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- কালচিনিতে তৃণমূল কংগ্রেসের মধ‍্যে পঞ্চায়েতের প্রার্থী নিয়ে তৃণমূল কর্মীদের মধ‍্যে ক্ষোভ অব‍্যাহত। আলিপুরদুয়ারের কালচিনির স্টেশনলাইন, ঝোরা লাইন, মোদিলাইন, চিঞ্চুলা সহ বিভিন্ন এলাকার কয়েক শো তৃণমূল কর্মীরা কালচিনি তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এসে বিক্ষোভ প্রদর্শন করে। তৃণমূল কর্মীরা কালচিনি তৃণমূল অঞ্চল সভাপতি শঙ্কর কুজুরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয়। তৃণমূল কর্মীরা জানান, অনেক জায়গায় অর্থের বিনিময়ে প্রার্থী ঠিক করা হয়েছে। তৃণমূল কর্মীদের অভিযোগ বুথ স্তরের তৃণমূল নেতা ও কর্মী এমনকি তৃণমূল বুথ সভাপতিদের কোনো মতামত না নিয়ে প্রার্থী ঘোষণা হয়েছে। এই বিষয়ে তৃণমূল কালচিনি অঞ্চল সভাপতি শঙ্কর কুজুর জানান, এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি আমরা জানিনাকে প্রার্থী। দলের নেতৃত্ব যাকে প্রার্থী করবে তাকেই আমরা মেনে নেবো। তৃণমূলের কালচিনি ব্লক সাধারণ সম্পাদক হায়দার আনসারি জানান, তিন থেকে চারটি বুথে সমস্যা হচ্ছে। তিনি জানান, আমরা আমাদের ঘরের সমস্যা মিটিয়ে নেব।