তৃণমূলের লোকেরা নির্বাচনের আদর্শ আচরণ বিধি মানছেন না : দিলীপ ঘোষ।

0
357

পূর্ব মেদিনীপুর-এগরা, নিজস্ব সংবাদদাতা:– মনোনয়ন পর্বের তৃতীয় দিনে এগরায় পা রাখলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি ও মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। এদিন সাংসদ দিলীপ ঘোষ প্রথমে পূর্ব মেদিনীপুরের এগরা ২ বিডিও অফিস এবং এরপরে এগরা ১ বিডিও অফিস পরিদর্শন করেন। পাশাপাশি তিনি দু’টো ব্লকের বিডিও তথা ব্লক নির্বাচন অধিকারীকের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেন। এদিন কুদিতে এগরা ১ বিডিও অফিসের সামনের সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, তৃণমূলের লোকেরা নির্বাচনের আদর্শ আচরণ বিধি মানছেন না। আমি আজকে পশ্চিম মেদিনীপুরের বেলদাতে নারায়ণগড় বিডিও অফিসে গেলাম। সেখানেও দেখলাম তৃণমূলের লোকজনেরা বিডিও অফিসের সামনের একশো মিটারের মধ্যে ক্যাম্প করে বসে আছে। সেক্ষেত্রে বিডিওদের উচিত এক একদিন এক একটা পার্টিকে মনোনয়ন করতে দেওয়া হোক। সারা দুনিয়ায় ভোটে কোথাও অশান্তি হয় না একমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ করলেন দিলীপ ঘোষ।