পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে তাম্রলিপ্ত পৌরসভার তিনটি ওয়ার্ডে সোমবার উদ্বোধন হলো পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের।

0
330

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে তাম্রলিপ্ত পৌরসভার তিনটি ওয়ার্ডে সোমবার উদ্বোধন হলো পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের। তাম্রলিপ্ত পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে ধারিন্দা শিব মন্দির সংলগ্ন এলাকায় এবং ১৯ নম্বর ওয়ার্ডের গঞ্জ নারায়নপুর এলাকায় ও এক নম্বর ওয়ার্ডের নিমতলা মোড় এলাকায় সোমবার সকাল থেকে এই তিনটি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়। উদ্বোধনে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার স্বাস্থ্য আধিকারিক সহ তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান ও কাউন্সিলরগন। তাম্রলিপ্ত পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এই স্বাস্থ্য কেন্দ্রগুলি চালু হওয়ার ফলে জেলা হাসপাতালে কিছুটা হলেও রোগীর চাপ কমবে এবং স্থানীয় এলাকার মানুষজনেরা বাড়ির কাছে বসেই সুবিধা পাবে ফলে খুশি তাম্রলিপ্ত পৌরসভা এলাকার বাসিন্দারা।