বকেয়া আনুমানিক চার কোটি টাকা মেটানো নোর দাবি নিয়ে কন্ট্রাক টেলিকম টায়ার সার্ভিস এন্ড ওয়ার্কার ইউনিয়নের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতি ধর্না আন্দোল।

0
314

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বকেয়া প্রায় চার কোটি টাকা মেটানোর দাবি নিয়ে নদীয়া জেলা কন্ট্রাক টেলিকম টায়ার সার্ভিস এন্ড ওয়ার্কার ইউনিয়নের পক্ষ থেকে এক ধর্নায় সামিল হ্যেছেন্ন সংগঠনের কর্মীরা। ৮ ঘন্টা ডিউটি চালু,পে স্লিপ,পরিচয় পত্র, বীমা সহ একাধিক দাবীতে সরব হয়ছে তারা।এদিন কৃষ্ণনগর বৌউবাজার এলাকার ডি এল রায় রোডে এই ধর্না মঞ্চে উপস্থিত বিভিন্ন প্রাইভেট কোম্পানীর কর্মীরা। ইতিমধ্যেই অনির্দিষ্টকালের কর্মবিরতি ডেকে ধরনায় শামিল হয়েছেন আন্দোলনকারীরা । এ আন্দোলনেও যদি কোন রূপ সমস্যার সমাধান না হয় বা তাদের দাবী না মানলে তারা বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছেন।