পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- গ্রীষ্মের এই প্রখর দাবদহে হাসপাতালে রক্ত সংকট দেখা দিচ্ছে। রক্তেরই ঘাটতি মিটাতে উদ্যোগী হয়েছে তৃণমূল কংগ্রেস। বর্ধমান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হচ্ছে স্বেচ্ছায় রক্তদান শিবির। সেই মর্মে আজ বর্ধমান পৌরসভার তিন নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে জেলখানা মোড় সংলগ্ন এলাকায় করা হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। আজ এই রক্তদান শিবিরে ১০০ জন রক্তদাতা তাদের রক্ত দান করে এবং সংগৃহীত রক্ত শিব শংকর সেবা সমিতির হাতে তুলে দেওয়া হয়। আজ এই রক্তদান শিবির উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল রব, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, তিন নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আজাহার উদ্দিন সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।
Home রাজ্য দক্ষিণ বাংলা বর্ধমান পৌরসভার তিন নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির।