পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- চারটিগ্রামে রাস্তার দাবিতে স্মারকলিপি প্রদান করল এলাকার মানুষজন, পৌর এলাকা রাস্তা জল বিদ্যুৎ জীবন যাপন করার জন্য প্রয়োজন। গ্রামীন থেকে আধা শহর এবং শহরে পরিণত হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া। ১৯৮২ সালে গ্রাম পঞ্চায়েতের পর থেকেই হলদিয়া নোটিফাইড এরিয়া ঘোষণা করা হয় ১৯৯৭ সালে প্রথম হলদিয়া পৌরসভা গঠিত হয়। প্রত্যন্ত গ্রাম থেকে শহরে পরিণত হয়েছে শিল্পশহর হলদিয়া পৌরসভা। হলদিয়া পৌরসভা ৬ নম্বরে আংশিক এবং ৮ নম্বর ওয়ার্ডের প্রায় তিন থেকে চারটি গ্রামের মানুষ দীর্ঘ দিন তাদের রাস্তা নিয়ে সমস্যায় রয়েছে। রঘুনাথচক, কুমারচক, রাধামাধবচক, আলিচক এই রাস্তা নিয়ে বিভিন্ন সময় তারা স্থানীয় বিধায়ক হলদিয়া পৌরসভার চেয়ারম্যান সকলকেই আবেদন করেছেন কোন কাজ হয়নি। রেল দপ্তর এলাকার মানুষদের রাস্তা বন্ধ করে দেবে হুমকি দিচ্ছে, শহরে আসতে গেলে দুর্গাচক বা হলদিয়া হাসপাতাল কোর্ট এবং স্কুল কলেজে আসতে গেলে ওই রেল লাইন পার হয়ে আসতে হয় আর সেজন্যই এল দপ্তর রেল লাইন পার হয়ে রাস্তা দিতেন নারাজ। সূত্রের খবর, রেল কর্তৃপক্ষ বর্তমানে বিকল্প রাস্তা প্রায় তিন কিলোমিটার ঘুরে আসতে হবে। এলাকার মানুষের দাবি দীর্ঘদিন আমরা যে রাস্তায় পারাপার হয়েছি সেই রাস্তারই বিকল্প করে দিক রেল দপ্তর এবং হলদিয়া পৌরসভা। ৫ ই সেপ্টেম্বর শেষ হয়েছে পৌরসভার। বর্তমানে ৬ ই সেপ্টেম্বর থেকে হলদিয়ার পৌর প্রশাসক হিসেবে হলদিয়ার এসডিও সুপ্রভাত চ্যাটার্জি দায়িত্ব নিয়েছেন। পৌরসভা নির্বাচন কবে হবে সে নিয়ে এখনো কোনো জানা যায়নি। কিন্তু এলাকার মানুষের দাবি তাদের রাস্তা দিতে হবে। রাস্তার দাবীতে মঙ্গলবার হলদিয়া পৌরসভা সিইও তাপস মুখোপাধ্যায়ের কাছে ওই এলাকা চারটি গ্রামের প্রায় তিন শতাধিক মানুষ স্বারকলিপি জমা দিলেন , এই সম্বন্ধে মৌমিতা দাস মান্না ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মদনমোহন করন ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব রঘুনাথ চকের বাসিন্দা। হলদিয়া পৌর এলাকায় রাস্তার দাবীতে ডেপুটেশন কটাক্ষ করেছেন বিএমএস রাজ্য সহ-সভাপতি প্রদীপ বিজলী, তিনি বলেন দীর্ঘদিন বাম এবং তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে পৌরসভায়। পৌরসভার পৌর মেয়াদ শেষ হয়েছে প্রায় এক বছর হতে চলল। এখনো ভোটের কোন ঠিক নেই। তিনি বললেন অবিলম্বে ওই এলাকার মানুষদের রাস্তা যাতে পায় তার জন্য প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি।
Home রাজ্য দক্ষিণ বাংলা চারটিগ্রামে রাস্তার দাবিতে হলদিয়া পৌরসভায় স্মারকলিপি প্রদান করল এলাকার মানুষজন।