আবদুল হাই, বাঁকুড়াঃ ৬৬ তম জাতীয় স্কুল গেমসে জিমন্যাসটিক্স বিভাগে এ্যক্রোবেটিক্স মেন পেয়ার এ প্রথম স্থান অধিকার করে স্বর্ন পদক অর্জন করে বাংলা সহ বাঁকুড়া জেলার মুখ উজ্জ্বল করলো কোতুলপুর ব্লকের গোগড়া হাইস্কুলের দুই ছাত্র দেবজিৎ কর্মকার ও রাজদ্বীপ চক্রবর্তী।
৬৬ তম জাতীয় স্কুল গেম ৭ ই জুন থেকে শুরু হয় এবং শেষ হয় ১০ ই জুন।
৬৬ তম অ্যাক্রোব্যটিক জিমন্যাসটিক্সের জাতীয় স্কুল গেমসে মেন পেয়ার এ রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করে বাঁকুড়ার কোতুলপুর ব্লকের গোগড়া হাইস্কুলের দুই ছাত্র দেবজিৎ ও রাজদ্বীপ। সাফল্যের চরম সীমায় পৌঁছে গর্বিত করে তাদের স্কুল জেলা এবং বাংলাকে।
প্রতিযোগিতার শেষে ১২ ই জুন সোমবার দেবজিৎ ও রাজদ্বীপ দিল্লি থেকে বাড়ি ফিরে। তাদের এই সাফল্যে খুবই খুশি কোচ, পরিবার পরিজনেরা।