নদীয়ার কৃষ্ণনগর পৌরসভার মোড়ে ধর্না বিক্ষোভ করে মহিলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

0
183

নদিয়া-কৃষ্ণনগর, নিজস্ব সংবাদদাতা : দোরগোড়ায় পঞ্চায়েতে নির্বাচন তার আগে জ্বালানি গ্যাস ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি নিয়ে ধর্না মঞ্চ তৃণমূলের। এদিন নদীয়ার কৃষ্ণনগর পৌরসভার মোড়ে ধর্না বিক্ষোভ করে মহিলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করেছেন রাজ্য নির্বাচন কমিশন। তার আগে এই বিক্ষোভের মধ্যে দিয়ে অনেকটাই জায়গা করে নিতে চাইছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আজ মূলত রাজ্যের তৃণমূল সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশেই গোটা রাজ্যজুড়ে, জেলায় জেলায় ধর্না বিক্ষোভ কর্মসূচি। যদিও এই বিক্ষোভ কর্মসূচি চলবে বিকাল পাঁচটা পর্যন্ত। দীর্ঘক্ষণ ধরেই জ্বালানি গ্যাস ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্র সরকারকে নিশানা করে বিক্ষোভ দেখালেন নদিয়া জেলা মহিলা তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। তাদের দাবি রাজ্য সরকারকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে রেখেছে কেন্দ্র, একদিকে যেমন জ্বালানি গ্যাস ও তেলের মূল্য বৃদ্ধি করা, অন্যদিকে দেশটাকে তিলে তিলে বিক্রি করে দেওয়ার চেষ্টা চলছে। কেন্দ্রের এই চক্রান্ত তৃণমূল কখনো মানছে না মানবে না। আমরা আগামী দিনে মহিলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আরো বৃহত্তর আন্দোলনের পথে নামবো।