পাহাড় থেকে ভ্রমণ করে বাড়ি ফেরার পথে, গঙ্গারামপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল বালুরঘাটের দুই ব্যবসায়ীর।

0
244

দক্ষিণ দিনাজপুর-গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতা:-  পাহাড় থেকে ভ্রমণ করে বাড়ি ফেরার পথে, গঙ্গারামপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল বালুরঘাটের দুই ব্যবসায়ীর। আহত হয়েছে চারজন।
ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার নরই এলাকায়। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাছে সজোরে ধাক্কার ফলেই এমন দুর্ঘটনা বলে অনুমান মৃতের পরিবারের।
জানা গিয়েছে, মৃত দুই ব্যবসায়ীর নাম প্রশান্ত সূত্রধর (৪০) পেশায় তিনি স্বর্ণ ব্যবসায়ী ও সুবীর গুহ (৪৫) পেশায় তিনি ক্যাটারিং ব্যবসা করেন। দুজনের বাড়ি বালুরঘাট থানা এলাকায়।
পরিবার সূত্রে খবর, গত শুক্রবার বালুরঘাটের ওই দুই ব্যবসায়ী পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন সপরিবারে। গতকাল রাত্রে পাহাড় ঘুরে বাড়ি ফিরছিলেন নিজেরই গাড়ি করে। বাড়ি ফেরার পথে গঙ্গারামপুর থানার নরই এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা গাছের সজরে ধাক্কা লাগে তাদের গাড়ির। ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় গাড়িতে থাকা দুই ব্যবসায়ী প্রশান্ত সূত্রধর ও সুবীর গুহের, আহত হয় গাড়িতে থাকা আরো চারজন। ঘটনার খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ আহতদের উদ্ধার করে গঙ্গারামপুর সুপারস্পেস্যালিটি হাসপাতালে ভর্তি করে। পরে আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহত চারজনের মধ্যে শিলিগুড়িতে দুই জন, রায়গঞ্জ এ ১জন ও কলকাতায় একজন আহত কে স্থানান্তরিত করা হয়।
অন্যদিকে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে গঙ্গারামপুর থানার পুলিশ প্রথমে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল ও পরে গঙ্গারামপুর থানায় নিয়ে এসেছে।